হরিদেবপুরে অয়ন মণ্ডলের রহস্যমৃত্যুতে ধৃত ৫ জনকে পুলিশি হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। ১২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবে তারা। এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন নাবালক। বাকিদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
হরিদেবপুর কাণ্ডে শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। মৃত অয়ন মণ্ডলের বান্ধবী, তার মা রুমা, ভাই-কে শুক্রবার রাতেই গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। শনিবার সকালে অয়নের বান্ধবীর বাবা দীপক জানা ও ভাইয়ের এক বন্ধু ও এক গাড়ির চালককেও গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ওড়িশা থেকে ভাইয়ের বন্ধুকে কলকাতায় আনা হচ্ছে।
আরও পড়ুন: 'ভিকি কোথায়', অয়ন মৃত জেনেও তার বাড়ি গিয়েই উদ্বেগ প্রকাশ প্রেমিকার
আদালতে সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্তরা যে ঘটনায় যুক্ত, তার প্রমাণ আছে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া প্রযোজন। সূত্রের খবর, অয়নের শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। তাঁদের ধারণা, ঘটনায় আরও লোক জড়িত থাকতে পারেন। অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতে তাদের জামিনের আবেদন করেন। সেই আবেদন খারিজ হয়ে যায়।