গণেশ পুজোর বিসর্জন (Ganesh Puja Procession) নিয়ে দুই পক্ষের বচসা। যার জেরে অশান্তি ছড়াল দক্ষিণ কলকাতার কসবার কাঁকুলিয়ায় (Kankulia)। এক মহিলাকে কটূক্তি করা নিয়ে ঝামেলার সূত্রপাত। বাঁশ,ইট নিয়ে সংঘর্ষ। ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়ার জগন্নাথ ঘোষ রোডে শুক্রবার গণেশ পুজোর বিসর্জনে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকেরাই স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। শনিবারও এই ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, শনিবার সন্ধে নাগাদ ফের স্থানীয় বাসিন্দাদের উপর হামলা করা হয়। বাঁশ, ইট, লাঠি দিয়ে মারধর করা হয় এলাকাবাসীকে। ভাঙা হয় একাধিক বাড়ির দেওয়ালও। ঘটনায় আহত ৫ জন। তাঁদেরকে ইতিমধ্যে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাউন্সিলরের।
আরও পড়ুন: চিটফান্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা সিবিআইয়ের, তল্লাশি বীজপুরে
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, গণেশ পুজোর চাঁদা চাইতে যাওয়া হয় কাউন্সিলরের কাছে। কেন চাঁদা চাওয়া হয়েছে, তাই কাউন্সিলরের লোকজন তাঁদের মেরেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ অভিযোগ জমা নেয়নি।