কলকাতায় ফের টাকার পাহাড়। এবার টাকা উদ্ধার পার্ক স্ট্রিট থেকে। কলকাতার পুলিশের হানায় উদ্ধার হয়েছে ৫০ লাখ টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম রাজেশ কাসেরা। লালবাজার সূত্রের খবর ওই ব্যক্তি নিউআলিপুরের বাসিন্দা। সোমবার যৌথ হানায় একটি গাড়ি থেকেই এই টাকা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই রাজেশের গাড়িতে হানা দেওয়া হয়।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, এদিন বেলা সাড়ে চারটে নাগাদ এই অভিযান চলে। তখনই রাজেশের গাড়ি আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় অসঙ্গতি ধরা পড়ে। তখনই তাকে আটক করা হয়। কী কারণে এত টাকা। কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মাসের গোড়ায় গড়িয়াহাট থেকে টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই টাকার পরিমাণ ছিল ১ কোটি।