শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও গতি বাড়ালো সিবিআই। এবার কলকাতায় আসছেন সিটের আরও সাত আধিকারিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরের সিবিআই দফতরে পাঠানো হয়েছে তাঁদের। ওই আধিকারিকদের মধ্যে একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন ইন্সস্পেক্টর, একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক আছেন বলেই খবর।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নয়াদিল্লি-বিশাখাপত্তনম-রাঁচি-ধানবাদ-ভুবনেশ্বর-ভোপাল থেকে নিজাম প্যালেসে আসছেন তাঁরা। কমপক্ষে দু’মাস কলকাতায় থাকবেন ওই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসায় আধিকারিকদের ওপর চাপ পড়ছে। ফলে নিজাম প্যালেস থেকে চিঠি পাঠিয়ে আধিকারিকের সংখ্যা বৃদ্ধির কথা জানানো হয়। সেই মোতাবেক আরও ৭ আধিকারিককে পাঠানো হল কলকাতায়।
আরও পড়ুন- Amit Shah : শুক্রবার বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, সিউড়িতে জনসভার সম্ভাবনা