নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন (Containment Zone)। সিল করা হবে ১৭টি কনটেন্টমেন্ট পয়েন্ট। কোনও পয়েন্টে পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলেই তা কনটেনমেন্ট পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় রোজ কোভিড সংক্রমণ বাড়ছে।রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী।এবার কনটেনমেন্ট জোন তৈরি করে কোভিড মোকাবিলা করার পরিকল্পনা নিয়েছে পুরসভা (KMC)।
এখনও পর্যন্ত কলকাতায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯০ শতাংশ মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ শতাংশ। খুব তাড়াতাড়ি ১০০ শতাংশ টিকাকরণের জন্য পদক্ষেপ করবে পুরসভা।
এদিকে আর আহমেদ ডেন্টাল কলেজে অধ্যক্ষ সহ কোভিডে আক্রান্ত হয়েছেন ২২ জন। হস্টেলেও হানা দিয়েছে কোভিড। রোগী পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দফতর
রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রাজ্যের স্বাস্থ্য দফতরের। দ্রুত রাজ্যের কোভিড বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় স্বাস্থকর্মীদের প্রশিক্ষণ দেওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সঠিকভাবে অক্সিজেন দেওয়ার প্রশিক্ষণও দিতে হবে স্বাস্থ্যকর্মীদের। এক সপ্তাহের মধ্যে চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ মজুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।