কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তুলে দেওয়া হয় কালীঘাট থানার হাতে। পুলিশ সূত্রে খবর, টানা সাত ঘণ্টা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঘাপটি মেরে বসেছিল। সোমবার তাকে আদালতে তোলা হলে, তাকে ৭ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম হাফিজুল মোল্লা। ৩২ বছরের ওই যুবকের বাড়ি হাসনাবাদে। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে। রবিবারই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসা করে জানা গিয়েছে, হাফিজুল নাকি মুখ্যমন্ত্রীর বাড়িকে লালবাজার ভেবেছিল। কিন্তু এত রাতে কেন লালবাজার, তাও স্পষ্ট করে জানায়নি ধৃত। কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় পেরিয়ে ঢুকলেন, তাও জানতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: খেলার ছলে মারামারি, ডায়মন্ড হারবারে বন্ধুর ঘুঁষিতে মৃত একাদশ শ্রেণির ছাত্র
পুলিশের জেরায় একবার সে দাবি করে, ফল বিক্রি করতে কলকাতায় এসেছিল সে। পরে আবার বলে সে গাড়ির চালক। তার বয়ান সঠিক কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মানসিকভাবে অসুস্থ কিনা, তাও পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশের পর নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠকে বসছেন প্রশাসনিক কর্তারা।