এবার রাজ্যের ৮ আইপিএস অফিসারকে তলব করল ইডি। কয়লা পাচার কাণ্ডে ১৫ অগাস্টের পর ৮ অফিসারকে দিল্লি অফিসে তলব করা হয়েছে। এই অফিসারদের মধ্যে আছেন জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র। তালিকায় আছে শ্যাম সিং, তথাগত বসু, সেলভা মুরুগানের নাম। তলব করা হয়েছে আইপিএস অফিসার কোটেশ্বর রায় ও ভাস্কর মুখোপাধ্যায়কেও। ইডি সূত্রে খবর, ৮ দিন ৮ জন অফিসারকে আলাদা করে জেরা করবে ইডি।
রাজ্যে ইডি ও সিবিআইয়ের তৎপরতায় অস্বস্তিতে শাসকদল। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি কর্তারা। বৃহস্পতিবারই গরুপাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার কয়লাপাচার কাণ্ডের দুর্নীতি নিয়ে সক্রিয় হল ইডি। ইডির দাবি, এই ৮ আইপিএস অফিসারের সঙ্গে কয়লাপাচার কাণ্ডের যোগ আছে। আর্থিক লেনদেনও হয়েছে বলে দাবি ইডি সূত্রে।
আরও পড়ুন: অনুব্রত-র গ্রেফতারির খবরে আসানসোলে উদযাপন, ঢাক বাজিয়ে গুড়-বাতাসা বিলি অগ্নিমিত্রা পালের
বর্তমানে রাজ্যের সিআইডির এডিজি পদে আছেন আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং। রাজ্য পুলিশের সুপার কোটেশ্বর রাও। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান। মেদিনীপুর রেঞ্জের পুলিশ সুপার শ্যাম সিং। এডিজি ও আইজিপি, পরিকল্পনা পদে আছেন রাজীব মিশ্র। সিআইডির সাইবার ক্রাইমে আছেন সুকেশ কুমার জৈন। অফিসার তথাগত বসু রাজ্য পুলিশের সুপার।