স্কুল সার্ভিস কমিশন বলেছে, তাঁদের নাম বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছিল। চাকরি বৈধ নয়। কিন্তু ৯ জনের দাবি, এসএসসির তালিকাটাই ভুয়ো। তারা কোনও চাকরিই করেন না। এসএসসি-র তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যায় ৯ জন। সোমবার ওই ৯ জনকে ডেকে পাঠিয়েছে এসএসসি। প্রয়োজনীয় নথি এনে তাদের দেখা করার কথা বলা হয়েছে।
শুক্রবারই ওই ৯ জন হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই ৯ জনের নথি খতিয়ে দেখতে হবে। ওএমআর শিট খতিয়ে দেখে হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এরপরই এসএসসির পক্ষ থেকে ওই ৯ জনকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: আজ নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, মুখোমুখি হচ্ছেন শাহ-মমতা
আদালতের নির্দেশ মেনে ভুয়ো নিয়োগের তালিকা প্রকাশ করে SSC। তালিকায় থাকা মোট ১৮৪ জনের মধ্যে বর্তমানে ৮১ জন চাকরি করেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৯ জন এই তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। আদালত নির্দেশ দেয়, ওই ৯ জনকে নিয়ে আলোচনায় বসতে হবে এসএসসি-কে। সেই বৈঠকে কমিশনের চেয়ারম্যান, কমিশনের আইনজীবীরা থাকবেন। থাকবেন এই ৯ জনের আইনজীবীও।