অবশেষে সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু করল প্রশাসন। জানা গিয়েছে, সোমবার বিকাল পর্যন্ত ন-জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের প্রত্যেককেই টুং থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। আবহাওয়া তুলনামূলক উন্নতি হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে সিকিমে। বিপদসীমার কাছ দিয়ে বইছিল তিস্তার জল। একাধিক এলাকায় ধস নেমেছিল। ফলে সড়কপথ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেকারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সমস্যা হয়েছিল ।
জানা গিয়েছে সোমবার যে পর্যটকদের উদ্ধার করা হয়েছে তাঁরা আটকে ছিলেন চুংথাংয়ে। টুং থেকে মঙ্গন হয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধারকাজে জেলা প্রশাসনের পাশাপাশি পর্যটন দফতর, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক উদ্ধারকাজে হাত লাগিয়েছিল।
অন্যদিকে তিস্তার এক নম্বর পাড়ের ভাঙা অংশের মেরামতির কাজ প্রায় শেষের দিকে। ফলে বর্তমানে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।