দুর্গা পুজো শেষ। দশমীর বিষাদে ভারাক্রান্ত বাঙালি। তবুও কোথাও যেন এখনও আনন্দ একটু খানিক হলেও বাকি। কারণ মণ্ডপেই রয়েছে প্রতিমা। এখনও যে কার্নিভাল বাকি। ৮ অক্টোবর শনিবার, রেড রোডে পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে। কার্নিভাল দেখতে ভিড় জমাবেন হাজার হাজার মানুষ। কারণ করোনা কাল পেরোতেই ফের দু'বছর ৯৯ টি পুজো কমিটি নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল।
কার্নিভালে শহরে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। প্রতিমা নিরঞ্জনের গাড়ি যাওয়ার জন্য সমস্ত পণ্যবাহী গাড়ির যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিধিনিষেধ জারি করা হচ্ছে রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রেও।
কী ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক কন্ট্রোল?
- কার্নিভালের দিন এক্সাইড মোড়, হেস্টিংস, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন ও রেড রোড কলকাতার এই সমস্ত বড় রাস্তায় বেলা ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনও রকম পণ্যবাহী যান চলাচল করতে দেওয়া হবে না।
- খিদিরপুর রোডে হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত যান চলাচল দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হবে।
- একই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে হসপিটাল রোডের যান চলাচল।
- জওহরলাল নেহরু রোড থেকে মেয়ো রোড হয়ে পশ্চিমমুখী রাস্তাও বন্ধ থাকবে। শুধুমাত্র বিশেষ স্টিকারযুক্ত গাড়ির ক্ষেত্রে যাওয়ার ছাড় মিলবে।
- দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, প্ল্যাসি গেট রোড ও এসপ্ল্যানেড বন্ধ থাকবে।
- রেড রোডে অনুষ্ঠানের প্রস্তুতির আগের দিন রাত থেকে কার্নিভালের দিন সকাল ৯টা পর্যন্ত কোনও যান চলাচল করতে দেওয়া হবে না।
- এতগুলি রাস্তা বন্ধ থাকলেও দর্শনার্থীরা যাতে কার্নিভাল দেখতে আসতে পারেন, তাঁদের সুবিদার্থে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড অথবা আরআই অ্যাভিনিউ রোড পুরোপুরি খোলা রাখা হচ্ছে।
- এছাড়া যাঁরা মেট্রো করে আসবেন তাঁদের ধর্মতলা বা পার্ক স্ট্রিট থেকে নির্দিষ্ট রোড ধরে আসতে হবে।
- যানজট এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখছে পুলিশ
- চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, বেন্টিং স্ট্রিট, আর এন মুখার্জি রোড, ওল্ড কোর্ট হাউস, মেয়ো রোড, কুইনস ওয়ে, এই সব রাস্তায় কোনও রকম গাড়ি পার্ক করা যাবে না। তবে, কার্নিভাল শেষ হলে আবার গাড়ি পার্ক করতে পারবেন।
- এছাড়াও যে কোন রাস্তায় যানজটের সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ সুবিধা অনুযায়ী যে কোনও রুটে যান চলাচল ঘুরিয়ে দিতে পারবেন।