সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে ফের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। এবার এই ঘটনা হাওড়ার এক ক্লাবে। শিশুর নাম বিদীপ্ত ঘোষ। বয়স নয় বছর। কার গাফিলতিতে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ।
সুইমিং পুল কর্তৃপক্ষের দাবি, এদিন প্রশিক্ষকের কাছেই সাঁতার শিখছিল বিদীপ্ত। তার মা কাছেই ছিলেন। হঠাৎই প্রশিক্ষকের নজরে আসে বিদীপ্ত তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদীপ্ত ছাড়াও সেই সময় সুইমিং পুলে আরও অনেক শিশুই ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিদীপ্ত সুইমিং পুলের জল খেয়ে ফেলেছিল। অতিরিক্ত জল তার পেটে ঢোকায় সে জ্ঞান হারায়। বিষয়টা প্রশিক্ষকের নজরে আসার আগেই সে তলিয়ে যায়।
তড়িঘড়ি তাকে টেনে তুললেও বাঁচানো যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চ্যাটার্জিহাট থানার পুলিশ । কী করে প্রশিক্ষকের সামনে একটি শিশুর মর্মান্তিক পরিণতি হল, প্রশ্ন উঠছে। সুইমিং পুল কর্তৃপক্ষের কোনও গাফিলত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।