হরিদেবপুর, বাঁকুড়ার পর এবার রাজাবাজার। ফের বিদ্যুতের তারে ঘায়েল হয়ে মৃত্যু। শনিবার মৃত্যু হয়েছে নারকেলডাঙা থানা এলাকার সাহেব বাগানের বাসিন্দা মহম্মদ ফাইজানের। স্থানীয় সূত্রে খবর, কোচিং সেরে এলাকায় দাদার সঙ্গে খেলছিল এই কিশোর। সেই সময় পুরসভার বাতিস্তম্ভে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর তাকে উদ্ধার করা হয়। নিজে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও পুরসভার কর্মীরা। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। হরিদেবপুরের পর এই ঘটনাতেও তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।
পরে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। এটা নিছকই দুর্ঘটনা। এই এলাকায় বর্ষার জমা জলের কোনও গল্প নেই। বিদ্যুতের তারও কোথাও খোলা পড়েছিল না। ঘনবসতিপূর্ণ এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ দু’টোই মানুষের প্রয়োজন। ল্যাম্পপোস্টের কাছে একটি পানীয় জলের কল রয়েছে। বৃষ্টির মধ্যে এখান থেকে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় কাউন্সিলরের দাবি, রোজ এই এলাকায় বিদ্যুতের খুঁটির উপর নজরদারি করা হয়।
শনিবার সকালেই বাঁকুড়ায় বিদ্যুতের তার পায়ে জড়িয়ে প্রাণ হারিয়েছেন এক মহিলা। তাঁকে বাঁচাতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছিল। তার আগে গত রবিবার পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে এই একই ঘটনায় মারা গিয়েছিল এক কিশোর।