ফের রাতের শহরে গুলি। এবার গুলিবিদ্ধ এক মূক-বধির প্রৌঢ়। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এন্টালির পটারি রোড এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে দাদার দোকানে ঘুমোতে যাচ্ছিলেন রতন সাঁধুখা নামক ওই প্রৌঢ়। অভিযোগ, সেই সময়ই গুলিবিদ্ধ হন তিনি। প্রৌঢ়ের পেটে গুলি লেগেছে বলেই খবর। গুলিবিদ্ধ হয়ে তিনি বাড়িতে ঢুকে পড়ে আশ্রয় নেন। ঘটনার আতঙ্ক কাটিয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। এন্টালি থানার পুলিশ আসার পর প্রৌঢ়কে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে।
আরও পড়ুন- Dengue Death in Kolkata: কলকাতায় ফের ডেঙ্গির থাবা, মৃত বেলগাছিয়ার বাসিন্দা
স্থানীয়দের অভিযোগ, দীপক দাস নামক এক ব্যক্তির মোটরবাইক লক্ষ্য করে গুলি চালায় তপন হালদার নামক এক দুষ্কৃতি। সেই গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়ে ঐ বৃদ্ধের পেটে গিয়ে লাগে। প্রৌঢ়ের পরিবারের অভিযোগ, দীপক দাস এবং তপন হালদার দুজনেই তৃণমূল কংগ্রেস কর্মী বলেই পরিচিত এলাকায়। পাশাপাশি, দুজনেই ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।