বুধবার বিধানসভায় রাজ্য বাজেটের দিন পুলিশের হাতে ধরা পড়লেন ভুয়ো বিধায়ক। নিজেকে গজানন শর্মা পরিচয় দিয়ে বিধায়ক বলে দাবি করেন তিনি। তাঁর কাছে বৈধ কোনও পরিচয় পত্র চাওয়া হলেও তিনি দেখাতে পারেননি। এরপরেই তাঁকে পাকড়াও করে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়। বিধায়কদের লবি থেকেই ধরা পড়েন তিনি৷
Jitti Bhai ED: দিল্লির ইডি দফতরে মনজিৎ সিং গ্রেওয়াল, কলকাতার ধাবা মালিককে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের
পুলিশের হাতে ধরা পড়ার পর মুখ খোলেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যম কে তিনি জানান, তাঁকে আনন্দ বোস পাঠিয়েছে। বিধানসভায় ঢোকার অনুমতি তাঁর রয়েছে। তিনি এও বলেন, "আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।’’ প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। বিধানসভা সূত্রে খবর, অধিবেশন কক্ষে ঢোকার ঠিক আগের স্তরে ‘গজানন’কে আটকে দেওয়া হয়।