ফের শহরে অগ্নিকাণ্ড। সোমবার সকালে ঢাকুরিয়ার দক্ষিণাপনের এক শাড়ির দোকানে আচমকাই আগুন লেগে যায়। সোমবার সকালে বাজার চালু হতেই প্রবল ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। খবর পেতেই ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। তড়িঘড়ি এসে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, এসি থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লেগেছে। এখনও কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
গায়ে গায়ে দোকান থাকায় দ্রুত আশেপাশের দোকানগুলির পণ্যসামগ্রী সরাতে শুরু করেছেন অন্যান্য ব্যবসায়ীরা। দোকান মালিক জানিয়েছেন, আগুনে প্রচুর পণ্য পুড়ে গিয়েছে। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে বলেই মনে করছেন ওই দোকান মালিক।
আরও পড়ুন- Todays Gold And Silver Price: সোনায় স্বস্তি, সপ্তাহের শুরুতে দাম বাড়ল রুপোর