ভোরের নিউটাউনে বিধ্বংসী আগুন। সঙ্গে গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সুখবৃষ্টি আবাসনের সামনে এই আগুন লাগার ঘটনায় একাধিক দোকান পুড়ে গিয়েছে। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১৫টির বেশি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে দুটি দোকানে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথম যে দুটি দোকানে আগুন লেগেছিল, সেখান থেকেই সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। এর খানিকক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রথমে এসেছিল দমকলের দুটি ইঞ্জিন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে আরও ইঞ্জিন ঘটনাস্থলে ডাকা হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দোকানগুলির ওপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে। সেরকমই একটি হাইটেনশন তার ছিড়ে দোকানের ওপর পড়ে যাওয়ায় অগ্নিসংযোগ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। ভোর রাতে এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।