বৃহস্পতিবার রাতে রহস্যজনকভাবে মৃত্যু হল মানিকতলার এক ব্যবসায়ীর। ঘটনার জেরে মুরারিপুকুর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। মাথার পেছনে ভারী কিছুর আঘাত রয়েছে বলেই দাবি পুলিশের।
জানা গিয়েছে, মৃত ব্যবসায়ী অমিত রামের বাড়ির সামনে একটি পরিত্যক্ত রবারের কারখানা রয়েছে। সেখান থেকে রাত ১টা নাগাদ আচমকাই 'বাঁচাও, বাঁচাও' চিৎকারে ঘুম ছুটে যায় বাসিন্দাদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা সঙ্গে সঙ্গেই ফোন করেন পুলিশকে। ১০০ নম্বর ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই এলাকায় যান পুলিশ আধিকারিকরা।
মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথার পেছনে রয়েছে গভীর ক্ষত। যা থেকে পুলিশের ধারণা, ওই ব্যবসায়ীকে খুন করা হয়ে থাকতে পারে। এলাকাবাসীর দাবি, কাপড়ের ব্যবসায়ী অমিত রাম সম্প্রতি ইমারতি দ্রব্যের ব্যবসায় নামেন। ব্যবসায়িক শত্রুতা থেকেও অমিত খুন হয়ে থাকতে পারেন বলে অনুমান স্থানীয়দের।