পুরনো বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল চেতলায়। একাদশীর দিন ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক কিল-চড়-লাথি-ঘুষি মারা হয় বলে অভিযোগ পরিবারের। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন। পুলিশ এলেও আক্রান্তকে উদ্ধার করা হয়নি বলেও অভিযোগ।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সৌরভ দাস নামক এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ এই বিশ্বজিৎ চৌধুরীর। একাদশীর দিন তা চরম আকার নেয় বলেই অভিযোগ। সেই সময় আচমকাই অভিযুক্ত হামলা চালায় বিশ্বজিতের উপর। রাস্তায় ফেলে তাঁর মাথা-বুকে-পেটে এলোপাথাড়ি কিল-চড়-লাথি-ঘুষি চালানো হয়। ঘটনার জেরে অচৈতন্য হয়ে পড়েন তিনি। এখানেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মৃতের পরিবারের। তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেই অভিযোগ মৃতের পরিবারের।
পরে পরিবারের সদস্যরাই বিশ্বজিতকে ভর্তি করেন হাসপাতালে। বুধবার রাতেই মারা যান গুরুতর জখম ওই ব্যাক্তি। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।