বৃহস্পতিবার সন্ধেবেলা গুলির শব্দে কেঁপে উঠল কলকাতা৷ গুলি চলল নিউটাউনের নারায়ণপুরে। গুলি লেগে মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম দেবজ্যোতি ঘোষ। পুলিশ জানিয়েছে, মোট ১৩টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে তাঁর দেহতে।
পুলিশ জানায়, প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছিলেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধেবেলায় থানায় হাজিরা দিতে যাওয়ার সময় বাইকে করে এসে কয়েকজন ওই ব্যক্তিকে লক্ষ করে গুলি চালান বলে অভিযোগ।
ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।