আত্মহত্যার চেষ্টায় মেট্রো লাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবীন্দ্রসদন স্টেশনে। তার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে দমদমমুখী একটি মেট্রো রবীন্দ্রসদন স্টেশনে ঢুকছিল। সেসময় এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর আপ লাইনের বেশ কিছু অংশে পাওয়ার ব্লক করে দেয় মেট্রো কর্তৃপক্ষ।
অফিস টাইমে এই ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হয়েছে। একাধিক স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল প্রায় চারটি রেক। প্রতিটি স্টেশনেই থিকথিকে ভিড় যাত্রীদের। যদিও ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কিনা তা জানা যায়নি।