ফের শহরে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরের আগুনে ঝলসে মৃত বাবা ও ছেলে। এদিন ভোরে আগুন লাগে তিলজলার এক রংয়ের কারখানায়। সেখানে হাওয়াই চটি রং করা হত বলেই খবর। ওই কারখানায় মজুত চামড়া-সহ একাধিক দাহ্য বস্তুর ফলে আগুন লাগে বলেই অনুমান পুলিশের। রাতে দোকানের ভিতরেই ছিলেন মহম্মদ নাসিম আখতার ও তাঁর দুই ছেলে। তবে আগুন লাগার পর আর ভিতর থেকে বের হতে পারেননি তাঁরা। ঘটনাস্থলেই মারা যান মহম্মদ নাসিম আখতার ও বড় ছেলে মহম্মদ আমির। ছোট ছেলে মহম্মদ জসিম গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি বলে জানা গিয়েছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। তবে তাতেও লাভ হয়নি। আগুনে লেলিহান শিখায় প্রাণ যায় দু'জনের ছোট ছেলেকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। হাজির হয় তপসিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিকভাবে দমকলের ইঞ্জিন ঢুকতে বাধা পায়। তবে এখনও আগুন্ন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।