চলন্ত গাড়িতেই হৃদ্রোগে(Heart Attack) আক্রান্ত হয়ে চালকের মৃত্যু। রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার রানিকুঠি(Ranikuthi)।
প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার দুপুরে হঠাৎ একটি গাড়ি(Car) এসে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে গার্ডরেলে। সঙ্গে সঙ্গে পৌঁছে যান স্থানীয়রা। চালককে(Driver) সংজ্ঞাহীন অবস্থায় দেখে তাঁর বুকে পাম্প করাও শুরু করেন এক ব্যক্তি। পুলিশ(Police) এসে হাসপাতালে নিয়ে যায় প্রৌঢ়কে। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়, পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- Madhyamik: রং খেলা নিয়ে বিবাদেই 'খুন' মাধ্যমিক পরীক্ষার্থী, ইঙ্গিত প্রাথমিক তদন্তে
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রণেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। বয়স আনুমানিক ৭৪ বছর। তিনি গড়িয়ার(Garia) শ্রীরামপুরের বাসিন্দা। টালিগঞ্জ থেকে গড়িয়ার(Garia) দিকে যাওয়ার পথে ওই দুর্ঘটনাটি ঘটে।