ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢুকতে গিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক কালনার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার নাম পলাশ বাগ। নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিল ওই যুবক। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ওই যুবককে আটকে দেওয়া হয়। পুুলিশ জানিয়েছে, ওই যুবকের কাছে জাল পরিচয়পত্র ছিল। তা দেখেই প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ফোর্ট উইলিয়ামে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্বভারতের সদর দফতর। রবিবার সেখানেই সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে বাধা পান পলাশ। সেনা বাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলি এই অভিযোগ করেছেন।
আরও পড়ুন- Bishnupur News: পাহাড়কে ভালবেসে পাহাড়েই হারিয়ে গেলেন বিষ্ণুপুরের সুজয় দলুই
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাশের বয়স ৩৩। পূর্ব বর্ধমানের কালনার অস্তগরিয়ার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম পাঁচু গোপাল বাগ।সে কেন ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিল, জাল পরিচয়পত্রই বা তার হাতে এল কী ভাবে, সে সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।