ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওই ছাত্রীর। যাদবপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। যাদবপুর থানার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অব আর্টসের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী।
ফেসবুকে পোস্ট করে প্রথম এই যৌন হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হন ছাত্রী। বিস্তারিত বিবরণ দিয়ে ওই ঘটনা জানানোর পরেই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে নিন্দায় সরব হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপকের অধীনেই গবেষণা চালাচ্ছিলেন নির্যাতিতা। ছাত্রীর অভিযোগ, থিসিস পেপার জমা দিতে অযথা দেরি করছিলেন ওই অধ্যাপক। সেই বিষয়ে কথা বলতেই ছাত্রীকে নিজের কোয়ার্টারে ডাকেন অভিযুক্ত। গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করার প্রস্তাব দেন ছাত্রী। ওই ছাত্রীর দাবি, অভিযুক্ত তখন বলেন, ‘অধ্যাপকের সঙ্গে গ্রিন জোনে বসবে!’ এরপর তাঁর কোয়ার্টারে যান ওই ছাত্রী। অভিযোগ, সেখানেই তাঁর যৌন হেনস্থা করা হয়।
ইতিমধ্যেই সমস্ত ঘটনা মেল মারফত কলা বিভাগের ছাত্র সংসদকে জানিয়েছেন ওই ছাত্রী। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে জেনারেল বডির একটি বৈঠক ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।