কলকাতায় কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরণার দিনেই ডিএ বৃদ্ধির দাবিতে ফের পথে নামছেন সরকারি কর্মচারীদের একাংশ। ৩০ মার্চ, হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিলের পাশাপাশি গণছুটির ডাকও দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, একাধিক কর্মসূচিতে সামনে রেখে তারা আন্দোলনকে সংগঠিত করতে চলেছে। ২৬ মার্চ এই ইস্যুতে সরকারকে গণ ই-মেল করা হবে। ২৭ মার্চ, প্রশাসন স্তব্ধ করার হুমকি দেওয়া হয়েছে। এপ্রিল মাসে তাঁরা দিল্লির যন্তর-মন্তরে ধরণায় বসছেন।
মঙ্গলবারই তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তিনি কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরণায় বসবেন। সেই ঘোষণা কিছু পরেই ৩০ তারিখ নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করে সংগ্রামী যৌথমঞ্চ। সরকারি কর্মচারীদের একাংশকে নিয়ে তৈরি এই মঞ্চের পক্ষ থেকে সাফ জানানো হয়, নিজেদের লড়াই থেকে পিছু হঠবেন না তাঁরা।
এদিকে, ৩০ তারিখ শহরে এই জোড়া কর্মসূচি নিয়ে এখন থেকেই উদ্বিগ্ন প্রশাসন। কারণ, একদিকে ধরণায় বসবেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, জোড়া মিছিলের পাশাপাশি রাজ্যের সহ দফতরে গণছুটির ডাক দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই রাজ্যে ডিএ আন্দোলনকে নিয়ে পারদ চড়ছে। ৩০ মার্চ আন্দোলনকারীদের এই কর্মসূচিকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না নবান্ন।