এ যেন ঠিক 'ছিল রুমাল, হয়ে গেল বেড়াল'। সুকুমার রায়ের 'হযবরল'-এর প্লটের জলজ্যান্ত উদাহরণ বেলঘড়িয়ায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায় ‘জামিরা সানশাইন্স লিমিটেড’ নামে একটি রিয়্যাল এস্টেট সংস্থার হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে ইডি। আরও আশ্চর্যের কথা, ওই সংস্থার ডিরেক্টর পদে যাঁর নাম রয়েছে, তিনি আদতে অন্য একটি সংস্থার পিওন! এবার এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল ইডি।
জানা গিয়েছে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায় ওই রিয়্যাল এস্টেট সংস্থার হদিশ পাওয়া গিয়েছে। ডিরেক্টরের নাগাল পেতেই নতুন রহস্য উন্মোচিত! ওই রিয়্যাল এস্টেট সংস্থার ‘ডিরেক্টর’ পদে যে ব্যক্তির নাম রয়েছে, তিনি কলকাতার বাসিন্দা দেবাশিস দেবনাথ। কিন্তু আদতে তিনি অন্য একটি সংস্থায় ‘পিওন’ হিসাবে কর্মরত। ২০২০ সাল থেকে ওই রিয়্যাল এস্টেট সংস্থার ডিরেক্টর পদে আসীন দেবাশিস।
কিন্তু পিওন থেকে রিয়্যাল এস্টেট সংস্থার ডিরেক্টর কীভাবে হলেন তিনি? উত্তরে দেবাশিসের দাবি, ‘‘আমি কিছু জানি না। যা জানেন স্যার জানেন।’’ কিন্তু তাঁর এই স্যার কে? সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। পাশাপাশি, দেবাশিসের প্রতিবেশীরা জানান, পাড়ায় সেভাবে কারও সঙ্গেই মেলামেশা নেই দেবাশিসের। গত কয়েক দিন ধরে দেবাশিস যে অফিস যাচ্ছেন না, সেটাও নজরে পড়েছে পড়শিদের।