রাজ্যে গত কয়েক বছর ধরেই নানা কারণে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরজি করে চিকিৎসক ছাত্রী মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। রাজ্যের হাসপাতালগুলিতে চলছে কার্যত অচলাবস্থা। এমতাবস্থায় নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। নারী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে একাধিক পদক্ষেপের করার কথা ভাবছে লাল বাজার।
ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামের এক ব্যক্তিকে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা থেকে হাসপাতাল, পাবলিক প্লেস, মহিলাদের হস্টেল, হোমে নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পরেই, আরজি কর মেডিকেল কলেজে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার বীনিত গোয়েল। গ্রেফতার করা মূল অভিযুক্তকে নিয়ে তিনি জানান , “আমাদের কাছে ওই ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের অপরাধী। তিনি যা-ই হোন না কেন, আমাদের কাছে তাঁর পরিচয়— তিনি এক জন অপরাধী।”
শহর জুড়ে সিসিটিভি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত, এ ছাড়াও, মহিলাদের সুরক্ষার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ। এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেই নারী সুরক্ষা নিয়ে বার্তা দিতে হবে। সমাজের সকল স্তরের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পুলিশের টহলদারি বৃদ্ধি করতে হবে এলাকায় এলাকায়।