শৌচাগারের মধ্যে এক ছাত্রীর ভিডিও করার অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। কর্তৃপক্ষের কাছে ওই ছাত্রী লিখিত অভিযোগ জানাতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এমনকি, সিসিটিভি ফুটেজ থেকে ওই ছাত্রকে শনাক্ত করে হয়েছে বলেও খবর। পরবর্তীতে অভিযুক্ত কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নিজের দোষ স্বীকার করে করেছেন বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁরা বিষয়টি খতিয়ে দেখেছেন। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে এই প্রস্তাব। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জানিয়েছেন, নারীসুরক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে।
আরও পড়ুন- Tornado : ঝটকার টর্নেডোয় বিপর্যস্ত মার্কিন শহর ফ্লোরিডা