তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের(TMC Group Clash) অভিযোগে রণক্ষেত্র কামারহাটি(Kamarhati Municipality)। ঘটনার জেরে গোলাম জাফর ওরফে মহম্মদ রাজা নামক এক অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও পলাতক হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের(TMC Councillor) ছেলে নওয়াজ সিকান্দার এবং রিন্টু নামক এক ব্যক্তি। অভিযুক্তদের সন্ধানে যৌথ তল্লাশিতে তদন্তে নেমেছে কামারহাটি এবং বেলঘড়িয়া থানার পুলিশ(Belgharia Police Station)।
জানা গিয়েছে, রবিবার তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষকে(TMC Group Clash) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি এলাকা। স্থানীয় এক তৃণমূল নেতা আলি রাজাকে(TMC Leader Attacked in Kamarhati) চপার দিয়ে কোপানোর দেওয়ার অভিযোগ ওঠে দলীয় কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও এই ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর(TMC Councillor) আফসানা খাতুন।
আরও পড়ুন- Partha Chatterjee: 'কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না', আদালত চত্বরে জানালেন পার্থ চট্টোপাধ্যায়
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে এলাকার এক রক্তদান শিবির(Blood Donation Camp) থেকে বাইকে বাড়ি ফিরছিলেন আক্রান্ত তৃণমূল নেতা। কামারহাটির(Kamarhati Police Station) পাঁচ মাথার মোড়ে পার করার পর স্থানীয় কাউন্সিলরের ছেলে নওয়াজ সিকান্দার চপার নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ। চপারের এলোপাথাড়ি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলি রাজা(TMC Leader Attacked in Kamarhati)। সেখান থেকে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।