সাত সকালে শহরে রেষারেষির বলি। ঠাকুরপুকুরে দুটি বাসের রেষারেষির জেরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সরকারি কর্মচারি। তাঁর নাম রূপা মণ্ডল। তিনি ঠাকুরপুকুরের বাসিন্দা। বয়স ৩৯ বছর। ইএসআই হাসপাতালের কর্মী রূপা মণ্ডল এদিন নাইট ডিউটি করে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, পৈলানের দিক থেকে রেষারেষি করছিল এসডি-সিক্সটিন রুটের দুটি বাস। থ্রি-এ বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রূপা মণ্ডলের ছেলের স্কুটিতে ধাক্কা মারে একটি বাস। ওই মহিলা মাটিতে পড়ে গেলে, তাঁর মাথার উপরে চাকা তুলে দেয় আরও একটি বাস। ঘটনাস্থলেই রূপা মণ্ডলের মৃত্যু হয়।
এই ঘটনায় বাসকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাস চালককেও গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনায় মৃত রূপা মণ্ডলের দেহ।