বড়িশা স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সে দিন থমকে গিয়েছিল গোটা বাংলা। রেশ কাটতে না কাটতেই আবার পথ দুর্ঘটনায় মৃত্যু বেহালায়। মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবার রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতার নাম অঞ্জলি বিষ্ণু (৫৮)। বাড়ি রায়বাহাদুর রোডে।
বেহালার ডায়মন্ড হারবার রোডের বনমালী রোড ক্রসিংয়ের কাছে মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ অঞ্জলি বিষ্ণু রাস্তা পেরোচ্ছিলেন, সেই সময় এসপ্ল্যানেড থেকে আসা বকখালিগামী একটি বাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ, কিন্তু বাসচালক পলাতক বলে বলে জানা গিয়েছে।
গত ৪ অগস্ট এই ডায়মন্ড হারবার রোডেই বেহালা চৌরাস্তার কাছে লরির চাকা পিষে দিয়ে চলে গিয়েছিল বড়িশা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে।