দোলের দিন এক তরুণীর দেহ ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে। সকালেই স্থানীয়রা রাস্তার কোণে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আসে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়েই খুন করা হয়েছে ওই তরুণীকে। তবে এখনও ওই মৃত তরুণীর পরিচয় মেলেনি। বাইরে থেকে ওই মৃতদেহ এনে হরিদেবপুর এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান পুলিশের।
ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশকর্মীরা। মৃতদেহ বহনে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ। ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক গাড়িগুলিকে চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে হরিদেবপুর থানা।
আরও পড়ুন- India Vs Australia : অনিশ্চিত একদিনের সিরিজে, আমেদাবাদ টেস্টেও নেই কামিন্স, নেতা স্মিথ