গলব্লাডারের সমস্যা নিয়ে কলকাতার এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। বৃহস্পতিবার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অভিযোগ, রোগিনীকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর তাঁকে প্রায়-অচৈতন্য অবস্থায় শ্লীলতাহানি করা হয়। ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন বছর চল্লিশের ওই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ করতে পারেননি ওই রোগিনী। তাই এই ঘটনার সঙ্গে কোনও চিকিৎসক না চিকিৎসাকর্মী যুক্ত, স্পষ্ট নয় তাও।
অন্যদিকে, হাসপাতালের তরফ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়ে তদন্তের কথাও জানিয়েছে বেসরকারি হাসপাতালটি।
হাসপাতালের ওই অপারেশন থিয়েটারের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই রোগীর অস্ত্রোপচারে কারা ডিউটিতে ছিলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু গোটা ঘটনায় এখনও ট্রমার মধ্যে রয়েছেন ওই মহিলা।