সল্টলেকের গেস্ট হাউজে যুবকের রহস্যমৃত্যু। বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার সঙ্গী তরুণী। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত মাস দুয়েক ধরে নাম ভাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে ওই গেস্ট হাউজে লিভ-ইন করছিলেন। বুধবার রাতে ওই ঘর থেকে চিৎকার-চেঁচামিচির শব্দ পেয়ে বাকি অতিথিরা আপত্তি জানান। গেস্ট হাউজের কর্মীদের বারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘর খুলে দেখতে পায়, বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন ওই তরুণী। পাশাপাশি, ওই যুবককে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলতে দেখেন গেস্ট হাউজের কর্মীরা।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়য়াতদন্তের জন্য আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের বান্ধবী একটু সুস্থ হলেই তাঁর কাছ থেকে গোটা ঘটনার বিবরণ নিতে প্রস্তুত পুলিশ আধিকারিকরা। বুধবার রাতে ঠিক কী ঘটেছিল, তরুণীর জবানবন্দী থেকে সবটা পরিষ্কার হয়ে যাবে বলেই অনুমান বিধাননগর থানার আধিকারিকদের।