গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে লেক-গার্ডেন্স এলাকার একটি গেস্ট হাউসে। গুরুতর আহত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের নাম রাজেশ সাউ। তাঁর সঙ্গী আহত ওই তরুণী বজবজের বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার লেক গার্ডেন্সের একটি গেস্ট হাউসে উঠেছিলেন ওই যুবক এবং তরুণী। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যে। বুধবার ৪টে ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়েন ওই যুবক। এবং সেসময় তরুণীর পায়ে গুলি লাগে। তারপর নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক।