চোর সন্দেহে এক যুবকের বাড়িতে ঢুকে তাঁর চোখে মুখে লঙ্কারগুঁড়ো ছিটিয়ে মারধর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। আহত ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নিমতার সুকান্ত পল্লী এলাকায়।
অভিযোগ, শনিবার ভ্যান চোর সন্দেহে দেবজিৎ সিকদার নামে আহত ওই যুবকের উপর চড়াও হয় ওই এলাকার বেশ কয়েকজন যুবক। এরপর তাঁর চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর করা হয়। বাড়ির ভেতর ঢুকে এইভাবে মারধরের ঘটনায় আতঙ্কে রয়েছে দেবজিতের পরিবারের লোকজন।
যে যুবকেরা মারধর করেছেন তাঁরা সকলেই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলেও অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই হামলাকারী যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে আক্রান্ত দেবজিতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।
পেশায় রাজমিস্ত্রি দেবজিৎ সিকদারকে চোর সন্দেহে মারধর করার ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতা, জয় সাহা। তিনি জানিয়েছেন, তৃণমূলের লোকেরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে এই অমানবিক ঘটনা ঘটাচ্ছে কিন্তু প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোন পদক্ষেপে করছে না।