মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে বলেছেন। এমনই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তাঁর নির্দেশেই শাসকদল তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার শুনানির মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নব মহাকরণ হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। আমি গিয়ে বলি, ম্যাডাম, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি নমস্কার করি। উনিও প্রতি নমস্কার করেন। উনি জানান, আপনার নাম শুনেছি। আপনি আপনার কাজ চালিয়ে যান।"
আরও পড়ুন: টানা ২ বছর দেশের নিরাপদ শহর কলকাতা, বলছে NCRB-র রিপোর্ট
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নির্দেশে শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর নামে অভিযোগ করে প্রধান বিচারপতির কাছে চিঠিও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবারই তাঁর বিরুদ্ধে আইনজীবীদের একাংশের চিঠি নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে চিঠি প্রসঙ্গে সোমবার মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কয়েক দিন আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন অরুণাভ। যা নিয়ে অরুণাভ এবং বিচারপতির মধ্যে বিবাদ তৈরি হয়।