Abhishek Chatterjee's wife: অভিষেক শুধু ডলেরই 'ড্যাডি', তৃণার উদ্দেশেই কি নয়া পোস্ট সংযুক্তার?

Updated : Apr 11, 2022 16:13
|
Editorji News Desk

অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুর পর তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের (Sangjukta Chatterjee) একের পর এক বিস্ফোরক মন্তব্য সামনে আসছে। এবার নাম না করে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে Trina Saha) এক হাত নিলেন সংযুক্তা। বললেন, "মেয়ের প্রতি বাবার ভালবাসার সঙ্গে বাকি ভালবাসার তুলনা হয় না"। 

অভিষেক প্রয়াণের পর একাধিক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন খড়কুটো সিরিয়ালের গুনগুন তথা তৃণা। বলেছিলেন, পর্দার মতোই পর্দার বাইরেও অভিষেক ছিলেন তাঁর 'ড্যাডি'। তৃণা আরও বলেন, অভিষেক চাইতেন তাঁর মেয়ে ডলও জেন বড় হয়ে ডলের মতোই হয়। এর প্রেক্ষিতেই অভিষেকের ফেসবুক পেজ থেকে একটি লম্বা পোস্ট করেন প্রয়াত অভিনেতার স্ত্রী। অভিষেকের সঙ্গে ছোট্ট ডলের ছবি পোস্ট করে সংযুক্তা লিখেছেন,ডল যেমন তাঁকে ঠিক সেভাবেই ভালবাসতেন অভিষেক, প্রত্যেক বাবা মা যেমন বাসে তাঁর সন্তানকে। তিনি কখনওই চাইতেন না, ডল অন্য কারোর মতো হোক। 

মেট্রো সফরে দেব, সঙ্গী রুক্মিণী, কোথায় চললেন দুজনে ?

সর্বশেষ পরীক্ষায় ডল ৯২ % নম্বর পেয়েছিল। তাই একটী সাকসেস পার্টির আয়োজন করেছিলেন ডলের বাবা। 

সপ্তাহ দুয়েক আগে আচমকাই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। দিন তিনেক আগে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তাঁকে নিয়ে নানা খবর ছড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি খবর ছড়ায়, অভিষেকের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাঁর অবর্তমানে তাঁর প্রাক্তন সহকর্মীরা অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য করছেন । কিন্তু, এই খবর ভুয়ো । এমনই জানিয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanyukta Chatterjee) ।

সংযুক্তা জানান, অভিষেক চলে যাওয়ার পর তাঁদের আর্থিক সাহায্য করার বিষয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে তা মিথ্যে । সংযুক্তা স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁদের আর্থিক সাহায্য করেননি । তাঁদের কারও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই । কোনও প্রাক্তন সহ-কর্মী সাহায্যের প্রস্তাব নিয়েও আসেননি । সবটাই ভুল । এই ধরনের খবরে অভিষেকের আত্মা কষ্ট পাবে বলেও তাঁর পোস্টে উল্লেখ করেন ।

সংযুক্তার অনুরোধ, প্রত্যেকে যেন অভিষেকের আদর্শকে, তাঁর নীতিকে শ্রদ্ধা জানায় এবং তাঁকে একজন ভাল মানুষ হিসাবে মনে রাখে । এই দুঃসময়ে সবাই তাঁদের পাশে ছিলেন । আর তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্তা ।

abhishek chatterjee deathAbhishek ChatterjeeAbhishek Chatterjee Passes Away

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি