১০০ দিনের টাকা আদায়ের দাবিতে গান্ধিজয়ন্তীর দিন দিল্লি চলোর ডাক। শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, তৃণমূলের কাছে মানুষ আছে। আগামী লোকসভা ভোটের আগে বিজেপিকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে অভিষেকের দাবি, আগামী লোকসভা ভোটে ইন্ডিয়া ছাড়া আর কেউ জিতবে না। কারণ, বিজেপি ভোট যে কমেছে, তা বুঝিয়ে দিয়েছে রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে তৃণমূলের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার জন্য জনগণকেই ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন : শহিদ দিবসের আগেই টুইট মমতা ও অভিষেকের, দিলেন বিশেষ বার্তা
তার আগে অবশ্য রাজ্যের সবস্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মী সমর্থকরা। আগামী পাঁচ অগস্ট এই কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রকম হিংসা নয়। বিজেপি নেতাদের বাড়ি থাকা বয়স্কদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।