ইডির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাঝেমধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় তাঁকে। ৩-১০ জুন দেশে থাকতে পারবেন না অভিষেক। কিন্তু তৃণমূল সাংসদের অভিযোগ, ইডি (ED) তাঁকে চিকিৎসার কাজে বাধা দিয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
এদিন কলকাতা হাইকোর্টে ইডির অফিসারদের নির্দেশের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য দেশে থাকতে পারবেন না, তা ইডিকে আগাম জানান তিনি। তৃণমূল সাংসদকে ওই নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে যেন জিজ্ঞাসাবাদের জন্য না ডাকা হয়। কিন্তু ইডি অভিষেককে জানিয়েছে, বিদেশে যাওয়া যাবে না। এরপরই হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন: হেঁটেই হোটেলের ঘরে ফিরেছিলেন কেকে, দাবি সিসি ফুটেজে
২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি থেকে ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সেই দুর্ঘটনায় তাঁর মাথা ও বাঁ-চোখে আঘাত লাগে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচারও হয়।