তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদপক অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন। তিনি পা দিলেন ৩৬ বছরে। দলের অন্যতম শীর্ষনেতার জন্মদিনকে স্পেশাল করতে সকাল থেকেই নানা পরিকল্পনা করে রেখেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা৷ বিশেষ দিনের বিকেল বেলায় কিছু মুহুর্ত কর্মী সমর্থকদের সঙ্গেই কাটালেন অভিষেক।
গতকাল ঘড়ির কাটা ১২ টা ছুঁতেই অভিষেকের জন্মদিনের শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কেউ দলের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন লম্বা পোস্ট, কেউ বা তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন, কেউ কেউ তাঁর রাজনৈতিক কেরিয়ারের পথ আরও সুগম হওয়ার প্রার্থনা করেছেন। এদিন তার বাড়ি এবং কালীঘাটের দলীয় দফতরের সামনেও ছিল চোখে পড়ার মতো ভীড় ৷
সময় পেতেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুবনেতা। ভক্তদের সঙ্গে তোলেন নিজস্বীও। উত্তর কলকাতায় মন্দির, মসজিদ ও গির্জায় অভিষেক বন্দ্যেপাধ্যায়ের মঙ্গল কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছিল।