আরজি করের ঘটনায় এবার প্রকাশ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তাঁর সরাসরি প্রশ্ন, কবে গ্রেফতার করা হবে সন্দীপ ঘোষকে ? একইসঙ্গে মোদী সরকারের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের দাবি, ক্ষমতায় থাকলে দেশে ধর্ষণবিরোধী কড়া আইন তৈরি করে দেখাক।
২১ জুলাইয়ের পর ২৮ অগাস্ট। এই সময়ের ব্যবধানে ফের মঞ্চে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই রাজনৈতিক মহলের আগ্রহ ছিল, তৃণমূল ছাত্র-যুবকে কী বার্তা দেবেন তিনি ? তাঁর ভাষণে এদিন আগাগোড়াই ছিল বিজেপিকে আক্রমণ। তাঁর চ্যালেঞ্জ, প্রত্যেক বছর ২৮ অগাস্ট বনধ ডেকে দেখাক বিজেপি। কারণ, তারা একটা দুভাগ্যজনক ঘটনাকে নিয়ে লাশের রাজনীতি করতে চায়।
অভিষেক হুঙ্কার, নারী বিরোধী বিজেপির থেকে কোনও রাজনীতি শিখবে না বাংলার মানুষ। আজ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন, আগে তাদের রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। এদিন বিজেপির পাল্টা স্লোগান তোলেন অভিষেক। তাঁর স্লোগান, দফা এক, দাবি এক, ধর্ষণ বিরোধী আইন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে, একরাতের মধ্যে যদি নোট বাতিল, লকডাউনের মতো সিদ্ধান্ত হতে পারে, তাহলে ধর্ষকদের কড়া শাস্তি দিতে আইন আসবে না কেন ? অভিষেক মনে করে, যারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সমাজে থাকার কোনও অধিকার নেই।