অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অষ্টমবার অস্ত্রোপচার সফল। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে নিজের চোখের ছবি পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের কিছু নিয়ম মেনে চলতে হবে তাঁকে। প্রায় সাত ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হয়।
২০১৬ সালে একটি পথদুর্ঘটনায় চোখে আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই চোখ নিয়ে বারবার অস্ত্রোপচার করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "এই নিয়ে আটবার অস্ত্রোপচার হল। সব ঠিকঠাক ভাবেই হয়েছে।" তাঁর সংযোজন, "শুভকামনার জন্য সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে ভালবাসা ও শ্রদ্ধা।" অভিষেক জানিয়েছেন, দ্রুত সেরে উঠতে ও দৃষ্টিশক্তি ফিরে পেতে অস্ত্রোপচার পরবর্তী কিছু নির্দেশিকা ও সতর্কতা মেনে চলতে হবে তাঁকে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটে! ২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে অভিষেকের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। সেই সময় চোখে গুরুতর আঘাত লাগে অভিষেকের। ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। একটি দুধের গাড়িকে আচমকা ধাক্কা লেগে উল্টে যায় অভিষেকের গাড়ি। দুমড়ে যাওয়া বুলেটপ্রুফ এসইউভি থেকে অভিষেককে উদ্ধার করা হয়। বাঁ দিকের চোখ থেতলে যায় অভিষেকের। কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর থেকে নিয়মিত চোখের চিকিৎসা করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।