কয়লা-কাণ্ডে শুক্রবার কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেলা এগারোটা নাগাদ তাঁর হাজির হওয়ার কথা। তবে এই হাজিরার আগে হঠাৎ করেই একটি প্রশ্ন উঠছে, শুক্রবার কী ইডির দফতরে হাজির হবেন অভিষেক ? এই প্রশ্নকে উড়িয়ে তৃণমূলের একাংশ থেকে দাবি করা হয়েছে, বিরাট কোনও অঘটন না ঘটলে বেলা সাড়ে দশটার মধ্যে ইডির দফতরে হাজির হয়ে যাবেন তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই প্রথম কয়লা-কাণ্ডে কলকাতায় ইডির দফতরে প্রথম হাজিরা দিতে চলেছেন অভিষেক।
সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য় সমাবেশে ইডি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক। দাবি করেছিলেন, সফল জনসভার পর কিছু একটা হতে পারে। তাঁর আশঙ্কা মিলে গিয়েছে। এই জনসভার পরেই তাঁকে কয়লা-কাণ্ডে তলব করেছে ইডি। ওই জনসভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির কড়া সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর অভিযোগ ছিল, হয়তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু বছরের ছেলেকেও নোটিস ধরাবে কেন্দ্রীয় এজেন্সি।
এরআগেও দিল্লিতে গিয়ে এই তদন্তে ইডির মুখোমুখি হয়েছেন অভিষেক। এমনকী, একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে গত ২৩ জুন কলকাতায় ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই হাজিরায় গিয়েছিলেন তাঁর পুত্রসন্তানকে কোলে নিয়ে। সূত্রের খবর, অভিষেককে জেরার জন্য দিল্লি থেকে ইডির একটি বিশেষ দলকে কলকাতায় পাঠানো হয়েছে।