অস্ত্রোপচার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
সূত্র মারফত জানা গিয়ছে, এক প্ল্যাস্টিক সার্জেনের অধীনে ভর্তি করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ঠিক কী অস্ত্রোপচার হয়েছে তা জানা যায়নি। রবিবার দপুরেই হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এবং বর্তমানে সুস্থ রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্য একটি সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেটে অস্ত্রোপচার হয়েছে।
গত বুধবারই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছিলেন, চিকিৎসার জন্য ছোট বিরতি নিচ্ছেন তিনি। যদিও কীসের চিকিৎসা করাবেন তা উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের অনেকের ধারণা, এই অস্ত্রোপচারের জন্যই সম্ভবত কয়েকদিন বিশ্রাম নেবেন অভিষেক। আর সেকারণেই ছোট বিরতির উল্লেখ করেছেন।
Read More- রাজনীতি থেকে 'সাময়িক বিরতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জানালেন এক্স হ্যান্ডেলে
এর আগেও চোখের সমস্যায় ভুগছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য বিদেশেও গিয়েছিলেন। ২০২২ সালের অক্টোবর মাসে আমেরিকার একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল তাঁর।