কয়লা-কাণ্ডে শুক্রবার ছয় ঘণ্টার বেশি সময় জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। জেরা শেষে বেরিয়ে এদিন কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আক্রমণের নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সরাসরি কটাক্ষ করে অভিষেকের অভিযোগ, ভারতের সবচেয়ের বড় পাপ্পু অমিত শাহ। একইসঙ্গে তাঁর সাফ কথা দিল্লির জল্লাদের কাছে কোনও ভাবেই মাথা নোয়াবেন না তিনি। রাজনৈতিক মহলের মতে, এদিন অমিত শাহকে সমালোচনা নয়, কার্যত তুলোধনায় করেছেন অভিষেক।
গত ২৯ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য জনসভা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে আক্রমণ করেছিলেন অভিষেক। এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ করে তাঁর কটাক্ষ, রাজ্যে রাজ্যে ঘুরে বিধায়ক না কিনে, নিজের ছেলের মধ্যে দেশপ্রেম তৈরি করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে অভিষেক জানান, ইডি-সিবিআই জুজুতে তিনি ভয় পান না। কারণ, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রচার আরও তীব্র হতে চলেছে।
দিল্লি ও কলকাতা মিলিয়ে এই নিয়ে তিন দফায় কয়লা-কাণ্ডে ইডির কাছে হাজিরা দিলেন অভিষেক। এদিন সিজিও কমপ্লেক্সে তাঁর দাবি, লিখিত বয়ান দিয়ে এবারও তিনি কেন্দ্রীয় এজেন্সিকে সহযোগিতা করেছেন। একইসঙ্গে তাঁর দাবি, তিনি এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে এই মামলায় এখনও পর্যন্ত ছ বার তলব করা হয়েছে। তাতে নিট ফল শূন্য় বলেই দাবি অভিষেকে।
তবে অভিষেক জানিয়েছেন, ভবিষ্যতে আবার ডাকলে আবার তিনি আসবেন। কিন্তু তার আগে এদিন অমিত শাহকে সরাসরি বিঁধে কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সংঘাতের রাস্তা আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।