চোখে অস্ত্রোপচার করিয়ে কালীপুজোর সকালে দেশে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা বিমানবন্দর এলেন অভিষেক । তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা। বিমানবন্দর থেকে বেরিয়ে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানান তিনি। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।
গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংসদের বাঁ চোখে অস্ত্রোপচারের পর টুইটে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন,অভিষেকের অস্ত্রোপচার সফল হয়েছে, তিনি ভাল আছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণ রাখা হয়েছে তাঁকে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, অস্ত্রোপচার করিয়ে কালী পুজোর আগেই কলকাতা ফিরতে চেয়েছিলেন অভিষেক। আর সেই মতোই অস্ত্রোপচারের ১২ দিন পর কালী পুজোর সকালে কলকাতা ফিরলেন। তবে, আপাতত অভিষেককে চোখের বিশেষ খেয়াল রাখতে বলেছেন চিকিৎসকরা। ধুলো, তাপ থেকে দূরে থাকতে বলা হয়েছে।
২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদের এক দলীয় কর্মী সভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সেই দুর্ঘটনাতে তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। এরপর থেকে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদেও গিয়েছিলেন।
ইতিমধ্যেই বেশ কয়েকবার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু পুরোপুরি সমস্যা মেটেনি। এরপর ২০২০ সালে আমেরিকায় গিয়ে চোখের অস্ত্র প্রচার করার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। চলতি বছর করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে আমেরিকায় যান তিনি।