আর বে-ফোঁস নয়। কালনা থেকে কাকদ্বীপের ঘটনার পর তৃণমূলকে কড়া বার্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সাফ কথা, ভুলেও কুকথা বললে, কাউকে রেয়াত করা হবে না। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছেন, প্রতিবাদ সবার অধিকার। তাই চিকিৎসক এবং সুশীল সমাজের বিরুদ্ধে কুকথা বললে, তা রেয়াত করা হবে না।
গত ২৮ অগাস্ট মেয়ো রোডের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, রাজ্যের বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছেন, তাঁদের বিরুদ্ধে ফোঁস করতে হবে। নেত্রীর এই নির্দেশের পর, কালনা থেকে কাকদ্বীপ সর্বত্র তৃণমূল নেতাদের বে-ফোঁস মন্তব্য শোনা গিয়েছে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রের নামও।
আরজি করের ঘটনায় গোড়া থেকে বেশ বিপাকে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নিজেই এবার ময়দানে নামলেন অভিষেক। নিজের বার্তায় অভিষেক জানিয়েছেন, জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সমব্যাথি হতে হবে। তৃণমূল কংগ্রসের সকল সদস্যদের কাছে তাঁর আবেদন, স্বাস্থ্যকর্মী এবং নাগরিক সমাজের প্রতি কোনও কুমন্তব্য করা চলবে না। কারণ, প্রতিবাদ সবার অধিকার।
আর এখানে বাংলাকে আর পাঁচটা বিজেপি শাসিত রাজ্যের থেকে আলদা থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক। তৃণমূল কর্মীদের বুঝিয়েছেন, কোথায় বাংলার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির তফাৎ। অভিষেকের দাবি, তাঁরা বুলডোজার মডেল ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছেন। এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য গঠনমূলক পদক্ষেপ করার। যতক্ষণ না ধর্ষণ-বিরোধী আইন আনে কেন্দ্র ও রাজ্য ততক্ষণ তাঁদের এক হয়ে লড়তে হবে বলেও বার্তা দিয়েছেন অভিষেক।