নবান্ন অভিযানে পুলিশের গাড়িুতে আগুন। তা তাঁর সামনে ঘটলে, দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন। এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্তাকে দেখতে গিয়ে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পুলিশ সংবেদনশীল থেকেছে।"
বুধবার বিকালে চিকিৎসাধীন কলকাতা পুলিশের অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান অভিষেক। বিজেপির নবান্ন মিছিলে ডিউটি করতে গিয়ে গুরুতর আহত হন পুলিশ কর্তা। আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: আহত বিজেপি কাউন্সিলর মীনা পুরোহিত, হাসপাতালে দেখতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম
বুধবার বিকেলে ওই অফিসারকে দেখতে এসে বিজেপির কড়া নিন্দা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানে ‘গুন্ডামি’ হয়েছে জানিয়ে অভিষেক বলেন, ‘‘আমি ওই অফিসারকে বলেছি, আমি আপনাকে স্যালুট করি। আমার সামনে যদি কেউ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিত, পুলিশকে মারত, আমি তাদের মাথায় শ্যুট করতাম!’’