লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই একটি টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজনৈতিক সমাবেশ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। সেইমতো কোনও কর্মসূচিতেই দেখা যায়নি তাঁকে। ফের ২১ শে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছেন তিনি। বিরতির কারণ নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। যদিও তৃণমূলের মেগা কর্মসূচি থেকে অভিষেক নিজেই জানালেন, কী কারণে বিরতি নিয়েছিলেন তিনি।
শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক জানালেন, বিগত দিনগুলিতে তিনি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলেন। এবং আগামী তিন মাসের মধ্যে এর ফলাফল দেখা যাবে।
কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
তিনি বলেন, "আমি এই যে এক দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা দেখেননি কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন।"
রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের সময় অনেক তৃণমূল কংগ্রেস নেতা সক্রিয় ছিল না। এমনকি কিছু নেতার বিরুদ্ধে অন্তর্ঘাতেরও অভিযোগ উঠেছিল। বিগত এক মাস ধরে সেই সব পর্যালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং আগামী তিন মাসের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।